রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রহমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুরমা বেগম ঐ ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল এশার নামাজের পরে সুরমা বেগম ঘর থেকে বের হলে সে আর ঘরে ফিরে আসে না। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। দীর্ঘ ১০ ঘণ্টা পর আজ সোমবার সকাল ৭টা ১৫ মিনিটের সময় পুকুরে এই গৃহবধূর লাশ ভাসতে দেখেন তার পরিবারের সদস্যরা। খোঁজ নিয়ে জানাজায়, সুরমা বেগম শারীরিক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন। পরে বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে পরিবার লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে মনপুরা থানারএসআই (নিঃ) মো. লুৎতফর রহমান জানান, গৃহবধূ সুরমার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে সে কীভাবে মারা গেল বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়া দিন আছে।
৩০৮ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৩১৬ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৩১৬ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩১৭ দিন ৩৩ মিনিট আগে
৩৩৯ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৫০ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৫২ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৫৩ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে