হায়দার মহল যা পরিচিত হায়দার আলি জমিদার বাড়ি নামে। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের পেট মানিকা গ্রামে অবস্থিত এ জমিদার বাড়িটি। বাংলা ১১৫৫ সালে তৎকালীন জমিদার হায়দার আলি বাড়িটি নির্মাণ করেন ৷ এবং তার নামানুসারেই জমিদার বাড়ির নামকরণ করা হয় হায়দার মহল। তিনতলা বিশিষ্ট এই বাড়িটি ১৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত যা এখনো জমিদারী ইতিহাসের সাক্ষ্য বহন করে আছে। জমিদার হায়দার আলীর ৬ ছেলে ছিল ৷ যারা হলেন, আসমত আলী মিয়া, হেদায়েত আলী, এহসান আলী, এমদাত আলী, ইয়াকুব আলী ও লুতফে আলী। ২০ বছর জমিদারী পেশায় থাকাকালীন সময়ে ৪২ বছর বয়সে হায়দার আলী মারা যান। পরবর্তীতে তার দুই পুত্র এমদাদ আলী ও লুতফে আলী ১৯৪৭ সাল পর্যন্ত জমিদারী প্রথা ধরে রাখেন। তার অন্য ছেলেদের মধ্যে ইয়াকুব আলী বৃটিশবিরোধী আন্দোলনে খেলাফত ও কংগ্রেস কর্মী হিসেবে বড় ভূমিকা পালন করেন । জমিদার হায়দার আলী চার হাজার একর সম্পত্তির মালিক ছিলেন ৷
বর্তমানে এই বাড়িটির মূল ভবনে কেউ বসবাস করেন না। তবে বাড়ির ভিতরে নতুন ঘর নির্মান করে বসবাস করছে হায়দার আলীর বংশধররা ৷
পুরোনো এই পরিত্যক্ত ভবনটিতে মানুষ আসে ভ্রমনের জন্য। ইতিহাস জানার জন্য। পর্যটকরা বলেন এ জমিদার বাড়ি আমাদের ভোলার গর্ব। ২৭৫ বছরের ইতিহাস লেখা আছে এ বাড়িতে। অনেকে এখনো জানেইনা যে ভোলায় এমন একটি জমিদার বড়ি আছে। ভোলার একটি বৃটিশ আমলের ইতিহাস আছে।
৩০৪ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩১২ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
৩১২ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩১২ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে
৩৩৫ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৪৬ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৪৮ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৩৪৯ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে