ভোলায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবাপ্তা এলাকার ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে অজ্ঞাত যুবকের এখনো নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির জানান, স্থানীয় কয়েজন ফজরের নামাজ আদায় করে যার যার বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা বিষয়টি ভোলা সদর থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই পুরুষ ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তবে এখনো তার পরিচয় সনাক্ত করতে পারিনি।
৩০৮ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩১৬ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩১৬ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩১৭ দিন ১৭ মিনিট আগে
৩৩৯ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৫০ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৫২ দিন ১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৫৩ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে