তোমাকে শুধু
একটিবার ছুঁতে চাই
শক্ত করে জড়িয়ে ধরে
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি
এ কথা সহস্রবার বলতে চাই...।
খোলা আকাশের নিচে
নক্ষত্রদের স্বাক্ষী রেখে
তোমার আমার প্রেমের
উপন্যাস লিখবো তাই
আমি আজো দাঁড়িয়ে থাকি
সেই রাস্তার মোরে...।
কখন তুমি সাদামাটা
ওই বরণমাখা মলিন মুখ খানি
নিয়ে আসবে...।
অপেক্ষার আবাসনে
আমি ক্লান্ত ভীষণ
সাথে জোছনামাখা রাত্রিরের
কালো মেঘরাও...।
তুমি কী আসবে
আসবে কী আবার
সেদিনের মতো করে...।
৩০৪ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
৩১২ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩১২ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩১২ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে
৩৩৫ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৪৬ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৩৪৮ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৪৯ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে