নারী তুমি মা
নারী তুমি বোন
নারী তুমি হাজারো কষ্ট
লুকিয়ে রেখে
ঠোঁটের কোনে হাঁসি
জমিয়ে রাখা মহিয়সী।
নারী তুমি বাঙলার অহংকার
তুমি সন্তানের একটু
সুখের জন্য করেছো
নিজের হাজারো সুখ বিসর্জন।
নারী তুমি
স্বামীর মুখে হাঁসি ফোটাতে
ব্যস্ত সারাক্ষণ
তুমি এক হাতেই
সামলে নেও হাজারো বিপত্তি।
নারী তুমি নওকো
কোনো বাজারের পণ্য।
তুমি তো অনন্য
তুমি মা,তুমি বোন
তুমি মহীয়সী, তুমি বীরাঙ্গনা।
৩০২ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
৩১০ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩১০ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩১১ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৩৩ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
৩৪৪ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৩৪৬ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে
৩৪৭ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে