ভোলায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাস চাপায় অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে। নিহত নারীর মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অজ্ঞাত এই নারীর এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৪০। পড়নে কালো রংয়ের বোরকা পরিহিত। নাকে কানে স্বর্ণালংকার রয়েছে।
এসআই রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ওই নারী ভোলা লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের গোডাউন এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় ভোলা থেকে ইলিশাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে মাইক্রোবাস চালক তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে নিহতের মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় চালক। মাইক্রোবাসটি ভোলা সদর মডেল থানায় পুলিশি হেফাজতে রয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।তার মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
৩০৪ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩১২ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৩১২ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
৩১২ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৩৫ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৪৬ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪৮ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৪৯ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে