দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের ০৬ ওয়ার্ড এর প্রান্নার্থপুর আদিবাসী গ্রামের বসবাস রত মানসিক ভারসাম্যহীন হতদরিদ্র অসহায় মহিলা রোশনি মুর্মু বয়স আনুমানিক- (৫০) স্বামী- বিনত হেমব্রম গত ১৫-০৬-২০২৩ইং রোজ বৃহস্পতিবার বিকাল ০৪ ঘটিকার সময় আকসিক কাল বৈশাখী ঝড়ে তার একমাত্র বসবাস করার মাটির ঘরটির ওয়াল ভেঙ্গে ঘরে থাকা মহিলা রোশনি মুর্মু মাটি চাপা পড়ে পরবর্তীতে গ্রামের লোকজন এসে তাকে উদ্ধার করেন।
তার কোমর এবং পায়ে আঘাত পান আহত অবস্থায় উদ্ধার বিরামপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসেন।
৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান এবং ০৬নং ওয়ার্ড সদস্য আকবর আলী ঘটনা স্থলে উপস্থিত হন সার্বিক খোঁজ খবর নেন।
আদিবাসী গ্রামে লোকজন অত্র পরিষদের চেয়ারম্যানের নিকট অসহায় মহিলার ঘর নির্মাণের দাবি জানান।
পরবর্তীতে চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান আশ্বাস্ত করেন মহিলার ঘর নির্মাণ করে দিবেন।
অত্র গ্রামবাসীর ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক সহযোগিতার জন উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
৪৩৪ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৫০২ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৫১৪ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫২০ দিন ১৪ ঘন্টা ২ মিনিট আগে
৫২২ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৫২৮ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে