‘ভোট বর্জন " করুন - দুলাল
নিজেস্ব প্রতিবেদক :
‘ভোট বর্জন " করুন - দুলাল
সিলেটের বিশ্বনাথ পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্চাসেবক দলের "সদস্য সচিব" এম.ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনের অগ্রসৈনিক আহমেদ দুলাল মিয়া আজ এক বিবৃতি "৭ ই জানুয়ারীর ভূয়া,প্রহসনমূলক ও ড্যামী ভোট" বর্জনের আহবান জানিয়েছেন।
তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত, দেশমাতা বেগম জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা নিশ্চিত, মহান নেতা এম ইলিয়াস আলীর দ্রুত সন্ধান ও সুস্থ অবস্থায় ফেরত এবং আমাদের সিলেট-২ জাতীয়তাবাদের অভিবাবক তাহসিনা রুশদি লোনা ম্যাডামের হাতকে শক্তিশালী করার লক্ষে এ অবৈধ সরকারের অধীন নির্বাচন বর্জনের ঘোষনা দিচ্চি।
সিলেট, সিলেট-২ আসন এবং সমগ্র বিভাগব্যাপী হরতাল ও ভোট বর্জন করে কেন্দ্রীয় কর্মসূচীর সাথে সকল ঐত্যমতের যুৎগপথ আন্দোলনে অংশ নিন।
তিনি আরো বলেন, বিএনপি অনুসারী, ধানেরশীষের সমর্থক, ছাত্রদল, যুবদল, কৃষকদল, সেচ্চাসেবক দল,শ্রমিকদল, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের, জোট ও যুৎগপথ সঙ্গীদের প্রতি অনুরুদ আপনারা ৭ তারিখ কেউ ভোট কেন্দ্রে যাবেন না, আপনাদের পরিবার ও আত্বীয় স্বজনদের ভোট দানে বিরত রাখুন, ঐ জানুয়ারীর ৭ তারিখ হরতাল অবরোধ সফল করুন। বাকশাল খেদাও আন্দোলনে যোগ দিয়ে "স্বপ্নের বাংলা বির্নিমানে ঐক্য "গঠন করুন।
এ সময় সেচ্চাসেবক দলের এ নেতা বলেন, ড্যামী ও সার্কাস প্রহসনের নির্বাচন বর্জনে ও আগামীকালকের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে আমরা জনগণের মাঝে লিফলেট বিলি করছি। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকলকেই এই তামাশার নির্বাচন বর্জন করতে আহ্বান জানাচ্ছি।
৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১১ ঘন্টা ১১ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে