বগুড়ায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ৭২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।
জানা গেছে, ২৪ জুলাই (সোমবার) বেলা ১.১০ ঘটিকায় ডিবি পুলিশের অভিযানে বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা টু তিনমাথা গামী রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের বিপরীতে হোটেল সপ্নপুরীর সামনে পাকা রাস্তার উপর সদরের শেখ পাড়া (এ/পি সাং-ফুলবাড়ি মধ্যপাড়া, অ্যাডভোকেট মেহবুবুর রহমান এর বাসার ভাড়াটিয়া) এলাকার মৃত হানিফ উদ্দিনের ছেলে মিনার রহমান (২৮) কে ৭,০০০ (সাত হাজার) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও একইদিন বেলা ২.২০ ঘটিকায় বগুড়া সদর থানাধীন ট্যাংরা বাজারে তাহের ষ্টোরের সামনে (আবু তাহের এর দোকান) বারোপুর টু নামুজাগামী পাকা রাস্তার পাশে থেকে সদরের আশোকোলা পূর্বপাড়ার মৃত হারেজ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৮) কে ২০০(দুইশত) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশ বগুড়া'র ওসি মোস্তাফিজ হাসান।