“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বগুড়ায় নানা আয়োজনে এই মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
২৫ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সকাল ১০:৩০ হতে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সাংসদ রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ, মৎস্য চাষী ও মৎস্য ব্যবসায়ীদের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ। আলোচনা সভা শেষে বগুড়া সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সারিয়াকান্দিঃ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের নানামুখী আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৩ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু। আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, মৎস্যজীবি আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ।
অনুষ্ঠান শেষে বাঙালি নদীতে পোনামাছ অবমুক্ত করেন স্থানীয় সাংসদ সংসদ সদস্য সাহাদারা মান্নান।
গাবতলীঃ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবতলী উপজেলা চেয়ারম্যান মোঃ রফি নেওয়াজ খান রবিন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আক্তার।
উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে জায়েদ ইবনে মোহাম্মদকে পুরস্কার প্রদান করা হয়।
শেরপুরঃ বগুড়ার শেরপুরে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল বারি ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তারসহ মৎস্যচাষী, খামারী, হ্যাচারী মালিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
অতিথির বক্তব্যে তারা বলেন, নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে বগুড়ার মানুষকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সবাইকে সচেতন করতে হবে।
৩৪২ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৩৭৮ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৮২ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৩৮৩ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৪১৪ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৩০ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৩৫ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
৪৩৭ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে