বগুড়ায় নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
৫ আগষ্ট (শনিবার) সকাল ১০টায় জেলা প্রশাসন চত্বরের বটতলায় রক্ষিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ'লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম প্রমুখ।
উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল মারুফ। আলোচনা শেষে যুবক ও কিশোরদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
সারিয়াকান্দিঃ বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহিনুর বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজ্জাক উল হায়দার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ২০০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শাজাহানপুরঃ শনিবার সকালে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন,আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিনটি পালন করে উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আ'লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদুর হক আরজু।
এ সময় শেখ কামালের কর্মজীবন সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোতারব হোসেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোহাম্মদ রাকিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপণ ও একই সঙ্গে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শেরপুরঃ বগুড়ার শেরপুরে শনিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তমঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র প্রমুখ।
গাবতলীঃ বগুড়ার গাবতলীতে নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জমান আল-ইমরান এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের ৭৪ জন শিক্ষার্থীর মাঝে ৭৪ টি কাঠগোলাপের চারা বিতরণ করা হয়েছে।
৩৪২ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৩৭৮ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৮২ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৩৮৩ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৪১৪ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৩০ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৩৫ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
৪৩৭ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে