বগুড়ায় বিভিন্ন কর্মসূচি ও আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বগুড়া জিলা স্কুলের বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (বার) পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম, বগুড়া জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, বগুড়া জেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন (বাবলু)।
এসময় জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সারিয়াকান্দিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউএনও এস কে বসাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সাহাদারা মান্নান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, পৌর মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ অফিস রাজেশ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম সহ সরকারি সকল দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভার শেষে “আমার চোখে বঙ্গবন্ধু” প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বেকার যুবকদের মাঝে বিভিন্ন পরিমাণের ঋণের চেক বিতরণ করা হয়।
শেরপুরঃ বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিন সজীব, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর উপজেলা আ'লীগের সহ-সভাপতি মুন্সি সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, বেকার যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে।