বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর এক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টায় সদরের গোকুল এলাকায় অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার উত্তর হাজিরপাড়া এলাকার শারমিন বড়ুয়া , রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সাহাপাড়া এলাকার চন্দ্র বর্মণ ও একই এলাকার প্রভাত চন্দ্র বর্মণ কে আটক করা হয়েছে বলে শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, কক্সবাজার থেকে ইয়াবার বড় একটা চালান রংপুরের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকার বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ৩ জনকে আটক করে।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান।
৩৪২ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৩৭৮ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৮২ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৩৮৩ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৪১৪ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৩০ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৩৫ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
৪৩৭ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে