জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ অতীতের মতো এবছরও উপজেলাপর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ১১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছেন। একইসঙ্গে এবছর জেলাপর্যায়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের স্কাউট গ্রুপ ও চারজন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২৩ সালেও শিক্ষা সপ্তাহে প্রধান শিক্ষক, স্কাউট শিক্ষকসহ উপজেলাপর্যায়ে ৬টি ক্যাটাগরীতে সেরা নির্বাচিত হয়।
চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতর কতৃক শিক্ষা পদক ২০২৪ বাছাই কমিটির সুপারিশক্রমে কমিটির সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম ও সদস্যসচিব চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠানে তালিকা প্রকাশ করা হয়েছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের লেখাপড়ার মানোন্নয়ন ও শিক্ষার অগ্রগতি উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর কক্সবাজারের চকরিয়া উপজেলাপর্যায়ে মাধ্যমিক শিক্ষাখাতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের। একইসঙ্গে বিদ্যালয়ের স্কাউট শিক্ষক আনছারুল করিম চকরিয়া উপজেলাপর্যায়ে শ্রেষ্ট স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।
এছাড়া.শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ-চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কাউট গ্রুপ,.শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী ফাহিম মুনতাসির হৃদয় (চকোবি স্কাউট গ্রুপ), শ্রেষ্ঠ শিক্ষার্থী- মুনতাকা সোয়াইবা -চকরিয়া কোরক বিদ্যাপীঠ,.শ্রেষ্ঠ গার্লস গাইড -মেহেরিন ইসলাম রিম্মি -চকরিয়া কোরক বিদ্যাপীঠ। দেশাত্মবোধক গান ক্যাটাগরীতে ক বিভাগে শিক্ষার্থী সিদরাতুলমুনতাহা ইলমা (৮ম A1,রোল-৩২), খ বিভাগে শিক্ষার্থী আদৃতা দাশ মন্তি (৯ম A1, রোল-১৭), লোক সংগীত ক্যাটাগরীতে খ বিভাগে শিক্ষার্থী আদৃতা দাশ মন্তি (৯ম A1, রোল-১৭), উচ্চাংগ সংগীত ক্যাটাগরীতে ক বিভাগে শিক্ষার্থী মেঘা ধর (৭ম A1, রোল-০১), উচ্চাংগ নৃত্য ক্যাটাগরীতে ক বিভাগে শিক্ষার্থী পড়শি ধর (৬ষ্ঠ A1, রোল- ৫৩) নির্বাচিত হয়েছেন।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আলহাজ নুরুল আখের বলেন, ২০২৪ শিক্ষা সপ্তাহে চকরিয়া উপজেলাপর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হবার পর চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের স্কাউট গ্রুপ ও ৪ শিক্ষার্থী কক্সবাজার জেলাপর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেন। এরই মধ্যে জেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগিদের পেছনে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জেলাপর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন কোরক বিদ্যাপীঠের স্কাউট গ্রুপ ও চার শিক্ষার্থী।
জেলাপর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ চকরিয়া কোরক বিদ্যাপীঠ, দেশ্মবোদক গানে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা, নবম শ্রেণির শিক্ষার্থী আদৃতা দাশ মন্তি এবং শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থী ফাহিম মুনতাসিব হৃদয় ও মেহেরিন ইসলাম রিন্মি।
জানা গেছে, ১৯৯০ সালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলটি প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৪ বছর ধরে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়ায় অভাবনীয় সাফল্যে অর্জনের মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে। এভাবে প্রতিবছর ফলাফলে অসাধারণ সাফল্যের সাক্ষর রেখে চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিভাগে শ্রেষ্টত্ব অর্জন করে শীর্ষ স্থান ধরে রেখে চলছেন। এমনকি এস এস সি পরীক্ষায় প্রতিবছর রেকর্ড সংখ্যাক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আলহাজ নুরুল আখের বলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটি সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া থেকে শুরু করে সব প্রতিযোগিতায় সাফল্যের ধারা অব্যাহত রাখতে সম্ভব হয়েছে।
তিনি বলেন , একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের শারিরীক ও মানসিকভাবে দক্ষতা বাড়াতে নিয়মিত খেলাধুলা, স্কাউটস, সাংস্কৃতিক ও সাহিত্য চর্চায় মনোযোগী করে তৈরি করা হচ্ছে। এভাবে প্রতিবছর লেখাপড়ার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা স্কাউট সহ খেলাধুলা সাংস্কৃতিক পরিমণ্ডলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। আমরা চকরিয়াবাসি সবার আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়ের এই সাফল্যের ধারা ধরে রাখতে চাই। আশাকরি সবাই চকরিয়া কোরক বিদ্যাপীঠের পাশে থাকবেন। ##
৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৪ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
১১১ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩৫ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৫২ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫২ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে