কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন শাখার জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল নামে।
শনিবার (৩১ আগস্ট) বিকালে পালাকাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য
সম্মেলনে সভাপতিত্ব করেন চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী।
প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ,চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব, চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়া উপজেলার কর্মপরিষদ সদস্য মাস্টার মোহাম্মদ হোছাইন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন চিরিঙ্গা ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতাকে দীর্ঘায়িত করার নানা চেষ্টা চালিয়েছিল।কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ঠিকতে পারেনি। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচার হাসিনা। আওয়ামী লীগ সরকার গত ১৭বছর জনগণ ও ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে দেশের আলেম ওলামা ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে। দেশের প্রচলিত আইনে এই অন্যায় জুলুমের বিচার দাবি করেন।
স্বৈরাচার হাসিনা দিল্লিতে বসে দেশ বিরোধী নতুন ষড়যন্ত্রের জাল বুনছে জানিয়ে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করার নির্দেশ দেয়।
এসময় চকরিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি ইবরাহিম ফারুক সিদ্দিকী, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের নেতা বিশিষ্ট সমাজসেবক হাফেজ এহসানুল হক সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৪ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
১১১ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩৫ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৫২ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫২ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে