গণঅভ্যুত্থানের ১ মাস পূর্তিতে শহীদ শিক্ষার্থীদের স্বরণে কক্সবাজারের চকরিয়ায় 'শহীদি মার্চ' কর্মসূচি পালন করেছে চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পৌরশহরের জনতা শপিং কমপ্লেক্সে ছাত্রদের ডাকে অংশ নিতে রাজপথে নেমে এসেছে হাজারো শিক্ষার্থী জনতা।
শহীদি মার্চটি জনতা শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জনতা শপিংয়েএসে মিলিত হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী-সায়েদ হাসান,শামশুল আলম সাঈদী,মোবারক হোছেন জিহান,ইব্রাহিম ফারুক ছিদ্দিক। বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এই দেশের ছাত্র-জনতার আন্দোলনে। হাজারো শহীদদের রক্তের বিনিময়ে। কোন রাজনৈতিক দলের অর্জন নয় এটি।
সুতরাং আগামীর বাংলাদেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে ছাত্রসমাজ।শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন তিনি। তার সকল ষড়যন্ত্র রুখে দিবে ছাত্রজনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করি। ছাত্রজনতা হত্যায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা কেন্দ্রীয় কর্মসূচি অনুয়ায়ী চকরিয়াতে সকল কর্মসূচি পালন করবো।
'শহীদি মার্চে' শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা,প্ল্যাকার্ড,বিভিন্ন ফেস্টুন দেখা গেছে এবং নানা স্লোগান ধরেন তারা।
শহীদি মার্চে' চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী,সাদেক ওয়াহিদ,মুসলিমা জান্নাত নূরী, হুমায়রা তাসনীম মুন,জাহিদুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
৯ ঘন্টা ০ মিনিট আগে
৪৪ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
১১১ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩৫ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪৩ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
১৫২ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
১৫২ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে