চান্দিনায় সাবেক এমপি অধ্যাপক মো. আলী আশরাফের ছবি সম্বলিত ম্যুরাল ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শিক্ষক- কর্মচারী ও পরিচালনা পর্ষদের উদ্যোগে দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি নাজনীন আক্তার ও প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার বলেন, একাডেমিক ভবনের দেয়ালে থাকা সাবেক ডেপুটি স্পিকার মরহুম অধ্যাপক আলী আশরাফ এমপির ছবি সম্বলিত ম্যুরালটি ধসে পড়ে যায়। কিন্তু ওই ঘটনাকে একটি রাজনৈতিক মহল মিথ্যাচার ও অপপ্রচার করে উপজেলা জুড়ে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করছে। পরিচালনা পর্ষদের সভাপতি নাজনীন জানান, গত ২৭ এপ্রিল সন্ধ্যায় ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ ম্যুরালটি হঠাৎ ধ্বসে পড়ে। ২৯ এপ্রিল প্রধান শিক্ষক বিষয়টি অবহিত করলে ম্যুরাল স্থাপনের পরামর্শ দেই । প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার জানান, নৈশ প্রহরী ও মাঠের ডেকোরেশন কাজে যুক্ত থাকা শ্রমিক, একাধিক শিক্ষার্থীর সামনে ম্যুরালটি ধরে পড়ে। এসময় উপস্থিত ছিলেন- বরকরই ইউনিয়ন লীগের সভাপতি শহিদউল্লাহ মজুমদার, সহকারি প্রধান শিক্ষক বেনী মাধব দেবনাথ, অভিভাবক সদস্য মাহবুব মজুমদার মিন্টু, অভিভাবক সদস্য প্রসেনজিৎ দেবনাথ বিপদ, তোফায়েল আহমেদসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।
২৭৮ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৭২ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৮২ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে
৩৮৭ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৪০৪ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪০৯ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৪১৫ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪১৭ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে