কুমিল্লার চান্দিনায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
শুক্রবার (১২ মে) দুপুরে উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের দেখতে ঘটনাস্থল ছুটে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
এসময় ক্ষতিগ্রস্থ ৪ পরিবারে সহায়তার হাত বাড়ান তিনি। সেই সাথে এসএসসি পরীক্ষার্থী জান্নাত আক্তারের আগামী দুই বছরের লেখা পড়ার দায়িত্ব নেন স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা ওই চিকিৎসক। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারের হাতে অন্ন, বস্ত্র ও নগদ অর্থ প্রদান করে তিনি।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান গনি সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
সাংসদ ডা.প্রান গোপাল দত্ত বলেন, ঢাকা থেকে খবর পেয়েছিলাম যে, ৪টি অসহায় পরিবার অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই বিলম্ব না করে ইউএনও কে তাদের দেখতে পাঠাই এবং আজ আমি আসলাম। মানুষগুলো তাদের আবাসস্থলসহ আসবাবপত্র, খাদ্য শস্য সব হারিয়েছে। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের জন্য খাদ্য উপকরণসহ নগদ অর্থের ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক সক সার্কিট থেকে ওই গ্রামের ৪ পরিবারের ৮টি ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ প্রায় ষাট লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার।
২৭৮ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৭২ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৮২ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
৩৮৭ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে
৪০৪ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪০৯ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৪১৫ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪১৭ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে