কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পৃথক কর্মসূচি পালন করে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে দিন ব্যাপী উপজেলার প্রতিটি ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ, মাহফিল দোয়া ও মুনাজাত করা হয়। এছাড়া প্রতিটি অনুষ্ঠানে গণভোজের আয়োজন করা হয়।
সকালে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মুনতাকিম আশরাফ টিটুর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পিপুইয়া স্কুল মাঠে আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে বাতাঘাসী, মাধাইয়া, মহিচাইল, বাড়েরা, কেরণখাল, এতবারপুর, বরকইট, মাইজখার, গল্লাই, দোল্লাই নবাবপুর ইউনিয়নে দিন ব্যাপী আলোচনাসভা, মিলাদ মাহফিল ও দোয়া হয়।
পৃথক আলোচনা সভায় বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মুনতাকিম আশরাফ টিটু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস, অধ্যাপক শ্রীধর বণিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, মোখলেছুর রহমান দুলু মাস্টার, অধ্যাপক হেদায়েত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ্ ভূইয়া, নূরুল ইসলাম তুহিন, সাইফুল ইসলাম মজুমদার শিপন, কেরণখাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. হারুন অর রশিদ চেয়ারম্যান, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম, প্রবীণ আওয়ামীলীগ নেতা মো. শামসুল হক, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি প্রমুখ।
২৭৮ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৭২ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৮২ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৩৮৭ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৪০৪ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪০৯ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৪১৫ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪১৭ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে