কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর বিরুদ্ধে সাজার রায় বাতিল ও মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের সামনে ওই মানববন্ধন করেন। এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদ ওই কলেজটির প্রতিষ্ঠাতা।
২০০৭ সালে দায়ের করা ওই মামলায় ঢাকা বিশেষ জজ আদালত-২ গত ১৪ আগস্ট রেদোয়ান আহমেদের ৩ বছরের জেল, সম্পত্তি বাজেয়াপ্ত ও ৫০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মামলাটি ‘মিথ্যা-ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করে তা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে কলেজ মিলনায়তনে প্রতিবাদ সভা হয়। এতে বক্তৃতা করেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, উপজেলা এলডিপি সহ-সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি মো. আ. ছামাদ আড়তদার, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আতকার প্রধান প্রমুখ। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৭৮ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৩৭২ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৮২ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৩৮৭ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
৪০৪ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৪০৯ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৪১৫ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪১৭ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে