কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর প্রতিষ্ঠাতা সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর বিরুদ্ধে সাজার রায় বাতিল ও মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করা হয়।
সোমবার (২১ আগস্ট) দুপুরে রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনের সামনে ওই মানববন্ধন করেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। এসময় তারা কলেজের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ২০০৭ সালে দায়ের করা মামলাটিকে ষড়যন্ত্রমূলক দাবি করেন। ওই মামলায় ঢাকা বিশেষ জজ আদালত-২ রেদোয়ান আহমেদ এর ৩ বছরের জেল ও ৫০ লাখ টাকা অর্থদন্ডের রায় দেয়। মামলাটি তৎকালীন সরকারের দমন-পীড়নের অংশ জানিয়ে মামলাটি প্রত্যাহার করার দাবি জানিয়েছেন মাববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তৃতা করেন- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ আবু হানিফ ভূইয়া, সহকারী অধ্যাপক সঞ্জীব রঞ্জন ভৌমিক, গিয়াস উদ্দিন ভূইয়া, প্রভাষক মো. আলাউদ্দিন, মো. রুহুল আমিন, নূর মোহাম্মদ সরকার, মো. আলাউদ্দিন, ফারুক আল মামুন, সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম বাবর, সোহেল খাঁন, সহকারী লাইব্রেরিয়ান মো. নাছির উদ্দিন প্রমুখ।
২৭৮ দিন ১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৭২ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৮২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৩৮৭ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
৪০৪ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪০৯ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৪১৫ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪১৭ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে