তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে' গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার। লোহাগাড়া উপজেলা যুবদল কতৃক ঈদ পূনর্মিলনী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মননা স্মারক প্রদান অনুষ্টান সম্পন্ন। শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার অতিরিক্ত যাত্রী তোলায় যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে দিলো স্ত্রী চৌমুহনীর নৃশংস হামলায় মন্দিরে নতুন "বিগ্রহ প্রতিষ্ঠা" জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ রুগীদের পাশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এক্ষুনি বিশ্বনাথের ইউএনও'র লাগাম টেনে ধরুন ওয়াপদার নিচে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে" ---খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন আনুলিয়ায় প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু জমকালো আয়োজনে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার, ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন পুড়ে ৮ বসতবাড়ি ঈদের ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে

চান্দিনায় ‘সমলয়’ পদ্ধতিতে আমনের চাষাবাদ শুরু

কুমিল্লার চান্দিনায় ‘সমলয়’ পদ্ধতিতে আমনের চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। ওই পদ্ধতিতে শ্রমিক ছাড়াই শুধুমাত্র যান্ত্রিক ভাবে ধানের চারা রোপন করা সম্ভব হয়।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে পৌরসভাস্থ ছায়কোট পশ্চিম পাড়া মাঠে রোপা আমন মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে রোপা আমন ধান চাষাবাদে পরিপক্ব চারা শ্রমিক ছাড়া যান্ত্রিক পদ্ধতিতে রোপণ কাজের উদ্বোধন করা হয়। এ পদ্ধতিতে চান্দিনায় ৫০ একর জমিতে আমন ধানের চারা রোপন করা হবে বলে জানায় উপজেলা কৃষি অফিস।
এ উপলক্ষে ওই মাঠে স্থানীয় কৃষকদের নিয়ে সমাবেশের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ সাহাবুদ্দিন খান, উপজেলা কৃষক লীগ সভাপতি মনির খন্দকার। কৃষকদের পক্ষে বক্তৃতা করেন ছায়কোট গ্রামের কৃষক ফয়েজ আহমেদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে সমলয় পদ্ধতিতে ৫০একর জমিতে আমন ধান আবাদ হচ্ছে। রোপন পদ্ধতি দেখে কৃষকরা উদ্বুদ্ধ হয়েছে। সমন্নিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীন পৌরসভা ব্লকে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে আমন ধানের চারা রোপন করা হয়।

সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল ব্রিধান-৯৫ জাত ব্যবহার, ট্রেতে বীজ বপন, কম বয়সের চারা রোপন, চারা রোপনে রাইজ ট্রান্সপ্লান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, আইল ফসল, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় করা, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকটের সমাধান সম্ভব হবে এই সমলয় চাষাবাদে।
উপজেলার ছায়কোট-হারং-তুলাতুলী গ্রামের ১০৩ জন কৃষক একসঙ্গে ৫০ একর জমিতে বোরো ধান রোপন করেছে। এতে বীজ বপন হয় ট্রের মাধ্যমে ২২-২৪ দিনের চারাগুলো রাইজ ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে রোপন করা হয়। রোপনের সময় এলাকার কৃষকদের মাঝে কৌতুহল দেখা যায়।
এ বিষয়ে পৌরসভা ব্লকের কৃষক জালাল উদ্দিন বলেন- উপজেলা কৃষি অফিস থেকে আমরা সংঘবদ্ধ হয়ে ‘সমলয়’ পদ্ধতিতে আমন ধান আবাদের প্রশিক্ষণ গ্রহন করে এ গ্রামে এই প্রথম প্রযুক্তির মাধ্যমে আবাদ করা হচ্ছে।
কৃষক মোসলেম উদ্দিন বলেন- ‘সমালয়’ পদ্ধতিতে আমন ধান চাষের জন্য ৫০ একর জমি প্রস্তুত করে আজ মেশিন দিয়ে রোপন করেছি। মেশিন দিয়ে জমি ধান রোপন করতে অনেক সাশ্রয় আর সময়ও কম লাগে। এরকম মেশিন আছে তা জানলে কৃষি কাজ আরও সহজ ও লাভ জনক হতো।
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, সমন্নিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধিনে চান্দিনার পৌরসভা ব্লকে ব্রিধান-৯৫ পঞ্চাশ একর জমিতে রোপন করা হয়। উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক দেখা শোনা ও চাষিদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

আরও খবর