চৌদ্দগ্রামে শিবির নেতা মরহুম হাফেজ মোঃ ইখতিয়ার উদ্দিন এর জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায়
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চৌদ্দগ্রাম পৌরসভা ও নজমিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা শাখার ছাত্র শিবিরের সাবেক অর্থ সম্পাদক মরহুম হাফেজ মোঃ ইখতিয়ার উদ্দিনের জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাসুম।
বুধবার(২৯ জানুয়ারী) সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিবিরের মাদ্রাসা সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন নজমিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ ইসমাইল। এসময় আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ হোসাইন প্রমুখ। অনুষ্ঠােন হাফেজ মোঃ ইখতিয়ার উদ্দিন আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন (২০) নামে এক মাদ্রাসা ছাত্র মৃত্যুবরণ করেছেন।