চৌদ্দগ্রামে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মোহাম্মদ জাকির হোসেন মতবিনিয় সভা
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্টের সভাপতি ড. আবু মোহাম্মদ জাকির হোসেন বলেন, শহরের হাসপাতালগুলোতে চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জরুরি সেবা উন্নয়নে কাজ করছে সরকার। স্বাস্থ্যসেবায় আমাদের হাসপাতালগুলোতে আরও অনেক সুন্দর ও ভালো করে কাজ করতে হবে। আমার নিজ এলাকায় হওয়ার কথা না। সব জায়গায় সংস্কার করা দরকার। তিনি বৃহস্পতিবার সকালে (৩০ জানুয়ারী) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেসব এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে, আমরা চাই সেসব এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলো আরও উন্নত হোক এমনটি চাই। চৌদ্দগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুর রশিদ আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ রেজা মোহাম্মদ সরোয়ার আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন, ডাঃ মেছবাহ উল আলম, ডাঃ আল রায়হান পাটোয়ারী,আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন,এমও ডাঃ তৈফিকুল আলম তারেক এমও,ডাঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ফরহাদ মজুমদার কনসালটেন্ট, এমওডিসি এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।