একটু আন্তরিকতা
আয়েশা সিদ্দিকা হ্যাপি
একটু আন্তরিকতায় বদলে যায় জীবন
বদলে যায় প্রতিটা সম্পর্কে মোড়।
একটু আন্তরিকতায় বদলায় মানুষের মন
দেখানো যায় হাজার দেখা স্বপ্নের মূল সূত্র।
একটু আন্তরিকতায় তৈরির পথ দেখায় চওড়া ভাবে
ভালোবাসার জন্ম দেওয়া যায়
পানিতে না ভেজার মতো কচুপাতায়।
একটু আন্তরিকতায় দেওয়া যায়
প্রিয় মানুষদের মানসিক শান্তি।
একটু আন্তরিকতায় ভবিষ্যতের রাস্তা তৈরি করা যায়
একটু আন্তরিকতায় ভালো রাখতে,ভালবাসতে,
ভালো কিছু করতে শেখায়।
৮ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
৬৪ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
৬৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৯ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে
৯১ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
৯২ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে