আন্তর্জাতিক সেবামুলক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এর উদ্যোগে অক্টোবর সার্ভিসের মাসব্যাপী সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
৪ অক্টোবর ( বুধবার ) সকাল ৯ টায় চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার সি এন্ড বি কলোনি আদর্শ হাই স্কুল " প্রাঙ্গনে ডায়েট ক্যাম্প , ডায়াবেটিস টেস্ট , ব্লাড গ্রুপিং , শুকনো খাবার , মশারী বিতরণ , ডেঙ্গু সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন নাজমুল হুদা এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন এম. ডি. এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন কন্সার্ণ জোন চেয়ারপারসন লায়ন এমএন সাফা পিএমজেএফ, সি এন্ড বি কলোনি আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মজিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, ক্লাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন জয়দেব চন্দ্র দাস, ক্লাব সেকন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শিবুল সেন, ক্লাস সেক্রেটারি লায়ন নুরুল আকবর কাজল, ক্লাব ট্রেজারার লায়ন জাহেদ হোসেন, এবং লিও ক্লাব প্রেসিডেন্ট লিও সাদমান লিও পৃথ্বীরাজ সহ অন্যান্য লিও সদস্যরা । এ সময় বিভিন্ন সার্ভিস প্রোগ্রাম সহ সাম্প্রতি ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব ও এ থেকে পরিত্রাণের করণীয় সম্পর্কে সামাজিক সচেতনতার অংশ হিসাবে স্কুলের শিক্ষার্থীদের মাঝে লিফলেট ও সচেতনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।
৬ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬৩ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৫ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬৮ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬৮ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯০ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে
৯১ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে