আমরা চাই প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই ভাষা, আইটি, উদ্যোক্তা হওয়া শেখাতেই হবে। স্পেশাল কোর্স দিতে হবে। সেগুলোর চর্চা করতে হবে ছাত্রাবস্থায়। তারা চাকরিদাতাকে বলবে না সুযোগ দেন। দক্ষ জনশক্তি হয়ে বের হবে তারা।
মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গড়া শুরু করেছিলেন বলেই আমাদের ফ্যাশন অ্যান্ড টেকনলোজি বিশ্ববিদ্যালয় হয়েছে, মেরিটাইম বিশ্ববিদ্যালয় হয়েছে, এভিয়েশন বিশ্ববিদ্যালয় হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় নেভি কনভেনশন হলে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন ও গেস্ট অব অনার ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সভাপতিত্ব করেন সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী।
বিজিএমইএ সুত্রে জানা যায় - সরকার ২০২২ সালের ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়টি অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন প্রদান করেন । যার যাবতীয় প্রস্তুতি শেষে আজ উদ্বোধন হলো । আগামী মার্চে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তি কার্যক্রম শুরু হবে। চারটি বিভাগে ৩৫ জন করে প্রথম সেমিস্টারে মোট ১৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
আগামী জুলাই-ডিসেম্বর সেশনে টেক্সটাইল ম্যানুফেকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এফটিএমই) অনুষদ চালুর পরিকল্পনা আছে জানিয়ে নাসির উদ্দিন চৌধুরী বলেন-এর অধীনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (টিইএম) বিভাগের বিএসসি ডিগ্রি নিতে পারবেন শিক্ষার্থীরা। আমাদের দেশের পোশাক কারখানায় বিদেশ থেকে দক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হতো। এ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে তৈরি হওয়া দক্ষ জনবল একদিকে বৈদেশিক মুদ্রা বাঁচবে, অন্যদিকে বেকারত্ব কমবে।
আপাতত খুলীতে অবস্থিত বিজিএমইএ ভবনে কার্যক্রম চললেও আগামী পাঁচ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন উদ্যোক্তারা।
২০ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
২৩ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
৭৬ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
৭৯ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮১ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮১ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
১০৩ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১০৪ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে