“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়ে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমার সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মাছুম বিল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, ইয়াকুবপুর ইউনিয়নের সচিব সামছুল হুদা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লা আল মামুন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় সরকার দিবসের গুরুত্ব আলোচনা করেন।
৩৪৫ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৪৮ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে
৩৫১ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৫২ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে
৩৫৫ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৫৯ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৬৮ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে
৩৬৮ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে