দাগনভূঞা প্রেস ক্লাবের ২০২৪ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পৌর শহরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
প্রেস ক্লাবের সভাপতি মো. ইয়াসীন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন রনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান নিজাম চৌধুরী, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী অফিসার নিবেদীতা চাকমা, সহকারি কমিশনার (ভূমি) মেহরাজ শারবিন, উপজেলা আ'লীগ সভাপতি একে এম কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতেয়ার মুন্না, রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার ও জমির উদ্দিন বেগ।
অনুষ্ঠানে দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ হোসেন, কামরান উল্যাহ ভূঞা, সাবেক সাধারণ সম্পাদক আজাদ মালদার, কামাল উদ্দিন, শাহাদাত হোসেন, শহীদুল আলম ইমরান, ছলিম উল্যাহ মেজবাহ ও আব্দুল্লাহ আল মামুনকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে আজীবন সন্মাননা প্রদান করা হয় ক্লাবের সাবেক সহ-সভাপতি তাহমিনা সুলতানা তুহিনকে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া, দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, ইউইয়াকুব পুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সাবেক চেয়ারম্যান এসহাক জগলু, আ'লীগ নেতা শাখাওয়াত হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শামছুদ্দিন মামুন ও সাধারন সম্পাদক আশ্রাফুজ্জামান প্রমুখ।
৩৪৫ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৪৮ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে
৩৫১ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৫২ দিন ৪ ঘন্টা ১১ মিনিট আগে
৩৫৫ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৫৯ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৬৮ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে
৩৬৮ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে