তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার এক অভাবনীয় সাফল্য। ঐতিহাসিক সরকারী মাদরাসা-ই আলিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত মাদরাসা অধিদপ্তর আয়োজিত ১ম বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলা ২০২৩ এ ২য় স্থান অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা।
দেশের ৬৪ টি জেলার শ্রেষ্ঠ ৮৫টি মাদরাসা থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের অংশ গ্রহণে এক জমকালো আয়োজন করা হয় বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩।
প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাদরাাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ। পরিদর্শন শেষে প্রধান অতিথি সেমিনারে যোগদান করেন। মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালক জনাব হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে ডাঃ দীপু মনি বলেন, আমি প্রজেক্ট দেখে মুগ্ধ হয়েছি। সময় সুযোগ থাকলে প্রত্যেকটা প্রজেক্ট ঘুরে ঘুরে দেখতাম। শিক্ষা মন্ত্রী তার বক্তব্যে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রজেক্টের উদাহরণ দিয়ে বলেন, মাদরাসা শিক্ষার্থীরা যে বিজ্ঞানের এতো গভীর বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার Firebot প্রজেক্ট না দেখলে বুঝতে পারতাম না। তাদের প্রজেক্ট অসাধারণ হয়েছে। বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন।
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার পক্ষে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বরেণ্য শিক্ষাবিদ ড. আব্দুল্লাহ আল মামুন। দেশের ৬৪ টি জেলা থেকে আগত বিভিন্ন মাদরাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের আগমনে বিজ্ঞান মেলাটি এক মিলনমেলায় পরিণত হয়।
উল্লেখ্য মেলায় অংশগ্রহণকারী সকলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
৩২৪ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৩৮১ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৩৮৪ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৮৬ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে
৩৯০ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৯০ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৪০০ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
৪০৩ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে