হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে' গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার। লোহাগাড়া উপজেলা যুবদল কতৃক ঈদ পূনর্মিলনী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মননা স্মারক প্রদান অনুষ্টান সম্পন্ন। শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার অতিরিক্ত যাত্রী তোলায় যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে দিলো স্ত্রী চৌমুহনীর নৃশংস হামলায় মন্দিরে নতুন "বিগ্রহ প্রতিষ্ঠা" জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ রুগীদের পাশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ

অবরোধ যারা ডেকেছে নাশকতায় তারাই জড়িত: ডিএমপি

ডিএমপি

অবরোধ যারা ডেকেছে নাশকতায় তারাই জড়িত বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। 

বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে নাশকতার প্রসঙ্গে ডিএমপির মিডিয়া সেন্টারে শুক্রবার বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে তিন দফায় অবরোধ দিয়েছে বিএনপি। অবরোধে বিভিন্ন স্থানে পরিবহণে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। নাশকতায় আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। দগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বেশ কয়েকজন।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, যে কোনো রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজটি করার চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্য, রাজনৈতিক কর্মসূচির নামে ঘটানো হয়েছে কিছু অনাকাক্সিক্ষত ও অগ্রহণযোগ্য ঘটনা। এ সময়ে দুষ্কৃতকারীরা ঢাকা মহানগরীতে ৬৪ বাসে আগুন দিয়েছে। ৩১ অক্টোবর রাতে এক হেলপারকে পুড়িয়ে মারা হয়েছে। তবে রাজধানীর ১২ স্থানে আগুন দেওয়ার সময় ১২ দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার জায়গা থেকে যা যা করার করবে। কেউ যদি নাশকতা ও অগ্নিসংযোগ করে তাহলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। আমরা আশা করব, সামনে রাজনৈতিক কর্মসূচি এলে সেটা যেন ধ্বংসাত্মক না হয়। যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তারা যেন এসব আর না করে। আমরা দেখেছি, নাশকতায় দুষ্কৃতকারীদের বিভিন্ন জায়গা থেকে দায়িত্ব দেওয়া হয়। এরপর তারা নির্বিচারে নাশকতা করে। আমরা অনুরোধ জানাচ্ছি, ১২ ও ১৩ নভেম্বর অবরোধ কর্মসূচিতে কেউ যেন রাজনৈতিক কর্মসূচির নামে গণধ্বংসাত্মক কার্যক্রম না করে।

অতিরিক্ত কমিশনার বলেন, নাশকতায় জড়িত গ্রেফতার ১২ জনই অবরোধ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট। এমনও দেখা গেছে, একজন আরেকজনকে নিয়োগ করেছে। আবার আরেকজন অন্যজনকে নিয়োগ করেছে। অবরোধ কর্মসূচিতে মানুষ যেন ভয়ে রাস্তায় না নামতে পারে, সেই লক্ষ্যে অবরোধের আগের দিন ও অবরোধের দিন তারা নানাভাবে নাশকতা করেছে। নাশকতার জন্য টাকা লেনদেনের দু-একটি তথ্য আমরা পেয়েছি। প্রতিদিন যে কয়েকটি ঘটনা ঘটছে, আমাদের মনে রাখতে হবে তার চেয়ে অনেক গুণ ঘটনার পরিকল্পনা প্রতিহত করা হয়েছে। না হলে নাশকতার সংখ্যা আরও বেশি হতো।

তিনি বলেন, নাশকতায় যাদের নামানো হয়েছে তাদের অনেক ক্ষেত্রে প্রলোভন দেওয়া হয়েছে- তোমার জায়গা যদি সুদৃঢ় রাখতে চাও, তাহলে এ কাজটি করে দাও। এ ধরনের অনেক তথ্য আছে। যারা অবরোধের ডাক দিয়েছেন তারা এসব পার্টির বিভিন্ন পর্যায়ের লোক। তাদের চিহ্নিত করতে এবং নাশকতাকারীদের পেছনে কারা সেটি নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, জনগণ এখন সচেতন। তারাও নাশকতা ঠেকাতে সোচ্চার। ইতোমধ্যে নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য একজনকে পুরস্কৃত করা হয়েছে। বাকি আরও কয়েকজন আছে। তাদের বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে।

ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারদের মধ্যে কেউ যাত্রীবেশে গাড়িতে উঠে বা বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে। তাদের কাছ থেকে পেট্রোল, গান পাউডার, দিয়াশলাই, তুলা, পুরোনো কাপড় ইত্যাদি জব্দ করা হয়েছে। আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুরে একজন দুষ্কৃতকারী মারা গেছে।

আরও খবর






৪২৪ কোটি টাকার তেল-গম-ডাল কিনছে সরকার

৪০০ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে