কাঁদো বাঙ্গালী কাঁদো এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১১. ৩০ মিনিটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিআরডিবির হলরুমে এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ।
এই অনুষ্টানে ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকে আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এনামুল হক এনাম, আব্দুর রেজ্জাক, ধর্মপাশা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সহ -সভাপতি ও গত ইউনিয়ন পরিষদে পাইকুরাটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী এম এম রেজা পহেল, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওয়ামিলীগ মনোনিত নৌকার চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রাজা চৌধুরী, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শাহ আলী আকবর, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বেপারী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম আর খান পাঠান, দপ্তর সম্পাদক রেজাউল করিম তপন, সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সহ সভাপতি আবু ফাত্তাহ রাসেল, উপ গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক জালাল আহমেদ আকাশ প্রমুখ।