ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন,হামলা,মন্দির ভাঙ্গচুরের প্রতিবাদে এবং চার দফা দাবি তুলে ধরে মধ্যনগরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে দু’ঘন্টা ব্যাপী উপজেলার সনাতনী সহস্র হিন্দু জনগোষ্ঠী উপস্থিত হন। মধ্যনগর শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম থেকে শান্তি প্রিয় শ্লোগানের মাধ্যমে মিছিলটি উপজেলা প্রদক্ষীন করে।এবং মধ্যনগর কেন্দীয় শহীদ মিনারে এসে সমাবেশে রুপ নেয়।সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরন তালুকদার।সমাবেশে সনাতনী হিন্দুগণ চারদফা দাবীতে তুলে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
এসময় বক্তাগন সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন,সংখ্যালগু সুরক্ষা আইন কমিশন গঠন,সংখ্যালগু সমাজগড়া আইন বাস্তবায়ন ও সংখ্যালগুদের জন্য দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।
অন্যানদের মাঝে বক্তব্যে দেন দেবল কিরণ তালুকদার,মলয় তালুকদার মিঠু,সম্পদ তালুকদার,বিধান তালুকদার,সুকন্ঠ সরকার,সুযোগ তালুকদার,পলাশ তালুকদার,রনি দাস,প্রবেশ তালুকদার প্রমুখ
আবদুর রব সজল
ধর্মপাশা সুনামগঞ্জ
০১৭১০০২৩৮৮১
১৮ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
৪৫ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৮ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
৮২ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৮৪ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
২১৪ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
২২৩ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৩৪ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে