সুনামগঞ্জের ধর্মপাশায় বিশেষ অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের নেত্বত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে ধর্মপাশা থানাধীন পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে রাত নয়টার দিকেঝলমল রায় এর মুদির দোকানের পিছনে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ নাসির উদ্দিন (২২), রনি মজুমদার (২৮), সাদিকুল ইসলাম (২৪), রুপন সরকার (৩৩), ওয়াসিম আহমেদ (২২), মোঃ সাদিকুল ইসলাম (২৬), মোঃ আনোয়ার মিয়া (২৮), ৮। স্বপন তালুকদার (২২)। তাদের সকলের বাড়ি পাইকুরাটি গ্রাম।
এ সময় আসামীদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস ৩৮ (আটত্রিশ) টি, জুয়া খেলার নগদ অর্থ- ১,৪৮০ টাকা তালিকা মূলে জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধে এএসআই মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে প্রকাশ্যে জুয়া আইনে মামলা দায়ের করেন।
বুধবার সকালে আসামীদের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, ধর্মপাশা, সুনামগঞ্জ সোপর্দ করা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই অভিযান চলমান থাকবে।