জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌ লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে : মৌলভীবাজার জেলা প্রশাসক জয়পুরহাটে মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচবিবিতে দুই দিনব্যাপি গ্রীষ্মকালীন ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে নকল সরবরাহের অভিযোগে শিক্ষক গ্রেফতার দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি ও স্যালাইন বিতরণ বাঘায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের ভিপি শহিদুল, জিএস ইনামুল আদমদীঘিতে ইভটিজিং করায় যুবকের জেল-জরিমানা বগুড়ার জেলা প্রশাসকের আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা! নোয়াখালীত আনিত মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সভা ঝিনাইগাতীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা ও ষাঁড় গরু বিতরণ

মাদক ব‍্যবসার পাশাপাশি এখন ওয়াকফ সম্পত্তি দখলেও সরব রোকুনুজ্জামান

দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়নের জামালপুর এলাকার শীর্ষ মাদক ব‍্যবসায়ি মোঃ রোকুজ্জামান এখন ওয়াকফ সম্পত্তি দখলেও সরব বলে অভিযোগ করেন ওয়াকফ প্রশাসকের তত্বাবধানে ওয়াকফ সম্পত্তি রক্ষনাবেক্ষনের দায়িত্বে নিয়োজিত মোতয়ালী মোঃ সালাম চৌধুরী।
মোতয়ালী সালাম চৌধুরী প্রতিনিধিকে জানায় দিনাজপুর সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের জামালপুর মৌজার ১৪০ জে এল নাম্বারের এস এ ৫০৯,আর এস ডিপি ৫৮২,,দাগ নাম্বার সি এস ১২৯৪, ২৩০২,২৩০৩,২৩০৪ এবং আর এস ৬২৬,৬৩৪,৬৩৫,৬৩৩ ডোবা ও দলাসহ মোট ৭০শতক সম্পত্তি হাজী সামসুদ্দীন আহম্মেদ ০৩/১০/১৯১৮ ইং তারিখের ৩৯৮৭ ইং দলিলমুলে প্রাপ্ত হয়ে ভোগ দখল থাকা অবস্থায় মৃত‍্যুবরন করলে তাহার ত‍্যাক্ত সম্পত্তিতে তার কন‍্যা মোতয়ালী মোছাঃ খতেজা খাতুন চৌধুরানী আমার বড় আম্মু বর্নীত সম্পত্তি ওয়ারিশমুলে প্রাপ্ত হয়ে বাংলাদেশ ভুমি জরীপে আরএস ডিপি ৫৮২নং খতিয়ানে নিজ নামে রেকডভুক্ত করে নিয়ে মালিক ও ভোগদখল থাকা অবস্থায় মৃত‍্যুবরন করলে তার ত‍্যাক্ত সম্পত্তিতে তার ছেলে খোরশেদ আলী আমার দাতা পৈত্রিক উওরাধিকারসুত্রে প্রাপ্ত হয়ে মালিক ও ভোগদখল থাকা অবস্থায় মৃত‍্যুবরন করলে তার ত‍্যাক্ত সম্পত্তিতে তার ছেলে মোঃ আসলাম চৌঃ আমার পিতা পৈত্রিক উওরাধিকারসুত্রে প্রাপ্ত হয়ে মালিক ও ভোগদখল থাকা অবস্থায় মৃত‍্যুবরন করলে তার ত‍্যাক্ত সম্পত্তিতে আমি পুত্র মোঃ সালাম চৌঃ উওরাধিকারসুত্রে প্রাপ্ত হয়ে অদ‍্যাবদি মালিক ও ভোগদখল থাকা অবসথায় আমার  পারিবারিক এবং ব‍্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার হলে আমি স্বরস্বত্তীপুরের পিয়ার মোহাম্মদের ছেলে মোঃ তৈমুজ এর কাছে সুদে এক লক্ষ টাকা নেবার সময় সে আমার কাছে জামানত হিসেবে ফাঁকা স্ট‍্যাম্পে সই নিয়ে একলক্ষ টাকা দেয়।
কিন্তু তৈমুজের কাছ থেকে নেয়া সুদসহ একলক্ষ টাকা পরিশোধ করলেও সে আমাকে আমার ফাঁকা স্ট‍্যাম্পটি ফেরত না দিয়ে সময় ক্ষেপন করতে থাকে।কয়েকদিন পর জানতে পারি মোঃ তৈমুজ আমার ফাঁকা স্ট‍্যাম্পটি বটের হাট জামালপুর শেখপুরার শীর্ষ মাদক ব‍্যবসায়ী রোকনুজ্জামানের কাছে একলক্ষ টাকার বিনিময়ে দিয়ে দেয়।আর রোকনুজ্জামান এই ফাঁকাস্ট‍্যাম্পে আমার এস এ ৫০৯ খতিয়ানের আরএস ডিপি ৫৮২ খতিয়ানের সি এস ১২৯৪ এবং আর এস ৬২৬ নং দাগের ৩৩শতক সম্পত্তি তার কাছে টাকার বিনিময়ে পজিশন হস্তান্তর করেছি।সম্পূর্ন মিথ‍্যা ও প্রতারনা করে রাতের আধারে সন্ত্রাসী দ্বারা আমার উক্ত সম্পত্তিতে টিনের ঘেড়া দিয়ে দখল করে নেয়।এবং আবাদি জমিতে হ‍্যারো দিয়ে চাষাবাদ করার প্রস্তুতি নেয়।  এর প্রতিবাদ করতে গেলে আমাকে মেরে ফেলার হুমকিসহ মাদক দিয়ে ফাসিয়ে দেয়ার ভয় দেখায়।বর্তমানে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। মাদক ব‍্যবসায়ি রোকনুজ্জামান এলাকায় মাদকের সাম্রাজ‍্য গড় তুলেছে।তার ভয়ে এলাকায় কেউ কিছু বলতে পারে না।এলাকার জনগনের যাতায়াতের জন‍্য আমার জায়গা থেকে জায়গা দিয়ে রাস্তা বানিয়ে দেয়ায় সেই রাস্তিটিও নিজে মালিক সেজে এলাকাবাসীর যাতায়াত বন্ধ করে দেয়ার হুমকি দেয়।জামালপুর শেখপুরা এলাকার বাসিন্দাদের সাথে কথা বললে তারা প্রতিনিধিকে জানায় আমরা গরীব মানুষ।রোকনুজ্জামের ভয়ে আমরা কিছু বলতে পারিনা।সত‍্যি কথা বলতে গেলে সে আমাদের হাসুয়া দিয়ে মারতে আসে।উক্ত সম্পদের প্রকৃত মালিক কে জানতে চাইলে এলাকাবাসী জানায় এই সরকারী সম্পত্তির মালিক সালাম চৌঃ।তবে রোকনুজ্জামান নাকি স্বসত্তীপুরের তৈমুজের কাছ থেকে কিনেছে।রোকনুজ্জামানের মাদক ব‍্যবসার সাথে সম্পৃক্তার কথা জীজ্ঞেস করলে প্রথমে তারা ভয়ে কিছু বলতে না চাইলেও পরে আবার তার মাদক ব‍্যবসার সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে।তবে রোকনুজ্জামের ভয়ে যে এলাকার অসহায় মানুষেরা ভীত  সঠস্থ থাকে  তা তাদের মনে লুকিয়ে রাখা না বলা অনেক কথাই বেরিয়ে আসে রোকনুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করলে সে নিজে দেখা না করে তার মামাকে পাঠিয়ে দেয় দেখা করার জন‍্য। ।তবে একজন শীর্ষ মাদক ব‍্যবসায়ী কোন খুটির জোরে অন‍্যের সম্পদ তথা ওয়াকফ এস্টেটের সম্পত্তি প্রতারনা করে জোর পূর্বক দখল করে রেখেছে এটিই জানতে চায় স্থানীয় সচেতন মহল।এদিকে ওয়াকফ সম্পত্তির মোতয়ালী  সালাম চৌঃ মাদক ব‍্যবসায়ী  রোকনুজ্জামানের কাছ থেকে সম্পদ উদ্ধারে ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যানসহ উধর্বতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর