ধোয়াইর বাজারের ব্যবসায়ী মোঃ ইমরানের ভাগিনা মোঃ রাকিব বৃষ্টিতে বজ্রপাতে মারাত্মক ভাবে আহত হয়ে প্রথমে তাকে জয়পাড়া সরকারি হাসপাতালে আনায় হয় কিন্তু অবস্থা গুরুতর হওয়ার তাকে ঢাকা হাসপাতালে নেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন
অনুরোধ রইলো।আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তাই আসুন আমরা সবাই রাকিবের পরিবারের পাশে এসে দাঁড়াই হয়তো বা আপনার সামান্য কিছু সাহায্য রাকিব,কে তার পরিবারের কাছে ফিরে আসতে সাহায্য করবে। একজন মা তার সন্তানকে ফিরে পাবে। যদি কেও সাহায্য পাঠাতে চান তা হলে নিচে বিকাশ ও রকেট নাম্বার দেওয়া হলো ।
বিকাশ নম্বর :01786567850
রকেট নম্বর :01810536364