তেরে কেটে তাক, তেরে কেটে তাক,
বছর ঘুরে আবার এলো
পহেলা বৈশাখ।
এই বাঙালির মনে মনে
যেন খুশির ঢেউ,
বোশেখ মেলায় ছুটবে সবাই
বাদ যাবে না কেউ।
ছোটরা সব সাজতে থাকে
সেই যে সকাল থেকে,
কিনবে পুতুল কিনবে বেলুন
হাজার খেলনা দেখে।
লাল মিষ্টি সাদা মিষ্টি
মিষ্টি আছে যত,
এই বোশেখে ছোট বড়
মিষ্টি খাবে কত।
এদেশেতে বছর বছর
বোশেখ ফিরে আসুক,
এই বাঙালি দুঃখ ভুলে
আনন্দে সব ভাসুক।
চিত্তরঞ্জন সাহা চিতু
কবি
বড় বাজার, চুয়াডাঙ্গা।
৬ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
২৬ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩২ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ৪ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে