‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক দিবস উপলক্ষ্যে ‘বই বিতরণ উৎসব- ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১লা জানুয়ারী) সকালে উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই হস্তান্তর কার্যক্রম উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে ‘বই বিতরণ উৎসব-২০২৪’ এর উদ্বোধন করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান সুমনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার নাট্য সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সিনিয়র সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম প্রমুখ।
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণির ছাত্র মাহিনুর ফেরদৌস রোকন বলেন, হাইস্কুলে উঠে বছরের প্রথম দিনেই বই পেলাম। অনেক খুশি খুশি লাগছে। পড়াশুনা করে বড় হয়ে দেশের সেবা করতে চাই। নতুন বই পেয়ে আমরা আনন্দিত।
বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, প্রাথমিক পর্যায়ে উপজেলার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুর আহমেদ ডনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এছাড়া, বছরের প্রথম দিনেই উপজেলার প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
৩ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১০ দিন ৪১ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে