ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ
'মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে'-স্লোগানকে সামনে রেখে কাজ করে যাওয়া নীলফামারীর ডোমার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্লাড ব্যাংক জোড়াবাড়ী'-এর উদ্যোগে এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ই এপ্রিল) বিকালে উপজেলার মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান কার্যালয়ে ব্লাড ব্যাংক জোড়াবাড়ীর আয়োজনে অনুষ্ঠিত পরীক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ব্লাড ব্যাংক জোড়াবাড়ীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ সোহেল রানা।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম, সহ-সভাপতি হাফেজ মোঃ মজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহিম ইসলাম মিরাজ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাজ্জাক ইসলাম প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় এসএসসি পরীক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা। পরে, এলাকার অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে পরীক্ষা সামগ্রী তুলে দেন সংগঠনটির নেতারা।