গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন
ফিলিস্তিনের নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে 'স্টপ জেনোসাইড ইন গাজা' শিরোনামে মানববন্ধন করেছে ডোমার সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (৮ই এপ্রিল) সকালে ডোমার সরকারি কলেজ প্রাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে নেতৃত্ব দেন- ডোমার সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, ডোমার সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিনহাজুল হক স্মরণ, যুগ্ম-আহ্বায়ক মোঃ ফাহিম ইসলাম প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে ফিলিস্তিনের গাজায় শান্তিচুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও নৃশংস গণহত্যা বন্ধের দাবি জানানো হয়। এছাড়া নির্যাতিত নিরীহ মুসলমানদের রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।