চলমান শৈত্যপ্রবাহে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় উত্তরের জেলা নীলফামারীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয়ে আরও দুইদিন পাঠদান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, গতকাল মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আগামী দুইদিনের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম শাহজাহান সিদ্দিক জানান, আজ বুধবার (২৪শে জানুয়ারী) জেলার সৈয়দপুর ও ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এজন্য জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার অব্ধি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন তারা।
অন্যদিকে, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানও একই নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় গত সোমবার ও মঙ্গলবার পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছিল বিদ্যালয়গুলো। তবে বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
৩ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১০ দিন ৪০ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১১ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে