‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস।
আজ রবিবার (২৮শে জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ঠ কর্মসূচির সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী প্রমুখ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।
৩ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১০ দিন ৪০ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১১ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে