নীলফামারীর ডোমারে ‘নিউ মডার্ণ জুয়েলার্স দুঃখ চাষা লীগ ; পাওয়ার্ড বাই আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর ৭ম আসরের পঞ্চম ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে দেবীডুবা প্রধানপাড়া ক্রিকেট একাদশ।
বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘দুঃখ চাষা’-এর আয়োজনে অনুষ্ঠিত ডিসিএল-০৭ এর পঞ্চম ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—স্কোয়াড বি বনাম দেবীডুবা প্রধানপাড়া ক্রিকেট একাদশ।টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে স্কোয়াড বি। শুরুটা তেমন একটা ভালো না হলেও মোটামুটি ব্যাটিং কার্টেসিতে ১৬.০ ওভারের খেলা শেষে সবকটি উইকেট হারিয়ে স্কোয়াড বি ১৩৪ রান করতে সক্ষম হয়।১৩৫ রানের টার্গেট তাড়া করতে ২য় ইনিংসে ব্যাট করতে নামে দেবীডুবা প্রধানপাড়া ক্রিকেট একাদশ। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৩.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৭ রান করে জয় তুলে নেয় দেবীডুবা প্রধানপাড়া ক্রিকেট একাদশ।
আয়োজক কমিটি সুত্রে জানা যায়, টুর্নামেন্টের ৬ষ্ঠ ম্যাচে আগামীকাল শুক্রবার (২৩শে ফেব্রুয়ারী) সকাল ১০টায় মাঠে নামবে দেবীগঞ্জ ক্রিকেট একাদশ বনাম ডিমলা রাইডার্স এবং ৭ম ম্যাচে দুপুর ৩টায় মাঠে নামবে নীলফামারী বয়েজ বনাম জলঢাকা সবুজপাড়া ক্রিকেট একাদশ।
৩ দিন ১৮ ঘন্টা ৫ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে