ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নে তরতাজা যুবক গলায় ধরি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ছৈলা ইউনিয়নের শরিষপুর গ্রামের হিরা লাল দাসের ছেলে সিতু দাস (২৫) গতরাত বারোটার দিকে খাওয়া দাওয়া করে নিজ কক্ষে ঘুমাতে যায়। রবিবার (৭ মে) সকালে গ্রামের নদীর পাড়ের কদম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক পথচারী দেখতে পেয়ে হইহুলুড় শুরু করলে গ্রামের লোকজন জড়ো হলে স্থানীয়জন প্রতিনিধি ও ছাতক থানা পুলিশে খবর দেয়া হয়।
সিতুর আঙ্কেল করুনা দাস জানান, ছেলেটা ভারসাম্যহীন ছিল দুই দিন আগেও ডাক্তার দেখিয়েছে। তবে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ থাকায় ভালো ডাক্তার দেখাতে পারেন নি। সকালে তার ঘরের দরজা খোলা দেখে তার পরিবারের লোকজন ভেবেছিল সে মাছ ধরতে গেছে।
ইউপি সদস্য আজাদ মিয়া জানান, পরিবারের লোকজনের সন্দেহ জনক কোন অভিযোগ নেই। ছৈলা আফজালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান পয়াস আহমদ ও থানা পুলিশ ঘটনাস্থলে এসেছেন।
এ ব্যাপারে ছাতক - দোলারবাজার জাহিদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস জানান, ঘটনাস্থলে আছি তদন্ত চলমান আছে লাশ পোষ্টমর্টেমের জন্য সুনামগঞ্জে প্রেরন করা হবে।
৩ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
২১ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
২৬ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৬ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে
২৭ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৬৭ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০৭ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২০৮ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে