চুকনগরে ১৬ দলীয় নক-আউট মটরসাইকেল-ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট-২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।১০ ই অক্টোবর রোজ সোমবার বিকাল ৪ঘটিকায় চুকরগর রয়েল স্পোটিং ক্লাব মাঠে, চুকনগর সম্মিলিত পরিষদের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলা অংশ গ্রহন করেন সিমি এণ্টারপ্রাইজ একাদশ,ডুমুরিয়া ও ইমরান ফার্নিচার একাদশ,নওয়াপাড়া।সিমি এণ্টারপ্রাইজ একাদশ,ডুমুরিয়া ৫-০গোলে ইমরান ফার্নিচার একাদশ,নওয়াপাড়া কে পরাজিত করে ।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ এ.বি.এম শফিকুল ইসলাম,সহযোগী অধ্যাপক জি.এম ফারুক হোসেন,প্রভাষক গোবিন্দ ঘোষ,মাহাবুল কালাম মিতু,মো:মোস্তাফিজুর রহমান টিটু ,প্রশান্ত রায়।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন মো:রবিউল ইসলাম রিপন ।খেলার আয়োজনের প্রধান সন্বয়ক হিসাবে ছিলেন সরদার শরিফুল ইসলাম ।খেলা পরিচালনা করেন স.ম নাজমুল বারী ।এছাড়া উক্ত খেলায় উপস্থিত ছিলেন সরদার আজাহারুল ইসলাম,সরদার মাসুদ রানা,জাকির হোসেন মিল্টন,স.ম কবিরুল ইসলাম স.ম ইকবাল হোসেন সালাম,দিপ্তীমান রায় বাপ্পি,বিশ্বজিৎ মজুমদার,শেখর শীল, স.ম মাহবুব আলম ,স.ম কামাল হোসেন,,ফাইমুল ইসলাম জনি,কে. এম মফিজুর রহমান,গাজী সফিকুল ইসলাম মেহেদী হাসান বাবলু,মো:জানিমুল ইসলাম,হাসানুর জামান প্রমুখ ।
১৩ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৫৮ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৭৪ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১২০ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
২২০ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
২২৮ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে