কক্সবাজারের ঈদগাঁওতে দুইটি অফিসসহ অপর একটি ভাড়া বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার সন্ধ্যায় ঈদগাঁও বাসস্ট্যান্ডের হাজী মোজাহের আহমেদ মার্কেটের পিছনে দুইটি ট্রাভেল এজেন্সির অফিস ও আরেকটি ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মার্কেটের অপরাপর দোকানপাটে আগুন না লাগলেও মালামাল সরাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রামু ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়। রামু ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অফিস দুইটির কাউকে পাওয়া না গেলেও নগদ টাকা, ফাইলপত্র, কাগজ, দলিল, প্রয়োজনীয় জিনিসপত্র সহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায় ঘন্টা খানেক যানচলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পরপরই ঈদগাঁও থানার একদল পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
১৬১ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
১৬২ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
১৮২ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৮৫ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে
২০৫ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২১০ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১৩ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
২১৪ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে