কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টালমেথ (আইস) সহ মোঃ তারেক নামের এক মাদক কারবারীকে আটক করার কথা জানিয়েছেন র্যাব ১৫।
ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য নাপিত খালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ তারেক ওই এলাকার ছৈয়দ নুরের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবদুল সালাম চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ এপ্রিল (বুধবার) রাতে মাদকের খবর পেয়ে মোঃ তারেকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় একটি শপিং ব্যাগসহ তারেককে ধৃত করে। পরে ব্যাগ ও দেহ তল্লাশি করে এক কেজি আইস উদ্ধার করে র্যাব।
র্যাব কর্মকর্তা মোঃ আবদুস সালাম চৌধুরী আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী এ্যামফিটামিন জাতীয় কথিত ক্রিস্টাল মেথ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছে বলে স্বীকারোক্তি দিয়েছে র্যাবের কাছে। তাছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয়সহ জেলার বিভিন্ন এলাকার তরুণদের মধ্যে আইস সরবরাহ করার উদ্দেশ্যে মাদক কারবারি মোঃ তারেক ভয়ংকর এ মাদকদ্রব্য আইস সংগ্রহ করেছে বলেও স্বীকার করেন।
উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য এক কোটি টাকা হবে বলে জানায় র্যাব।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত তারেককে ঈদগাঁও থানায় সোপর্দ করেছে র্যাব, লিখিত এজাহার দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করবেন বলে জানান থানার ওসি।
১৬১ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১৬২ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৮২ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১৮৫ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
২০৫ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
২১০ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
২১৩ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
২১৪ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে