ফটিকছড়ি উপজেলা,৪নং ভূজপুর ইউনিয়নের,২নং ওয়ার্ডে মাওলা আলী একাডেমির ব্যবস্থাপনায় ও মইনিয়া যুব ফোরাম ভূজপুর থানা শাখার সহযোগিতায় পবিত্র আহলে বাইতের স্বরণে নানা আয়োজনের মধ্যে দিয়ে ১লা আগস্ট থেকে ৫ই আগস্ট ৫ দিনব্যাপী মহান শাহাদাতে কারবালা মাহফিল ২০২৩ইং এর ৫ম দিন সম্পন্ন,
এতে সভাপতিত্বে করেন,হজরত মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী (মাঃজিঃআ) প্রধান বক্তা হিসেবে তাকরির পেশ করেন,দারুচ্ছুন্নাহ কাদেরীয়া দাখিল মাদ্রাসার সহ সুপার আল্লামা মুহাম্মদ জাফর উদ্দিন কামালী আল ফরহাদাবাদী (মাঃজিঃআ),বিশেষ বক্তা ছিলেন ভুজপুর বাদের পাড় জামে মসজিদের খতিব হজরত মাওলানা ইমাম উদ্দিন নুরি সাহেব,প্রধান অতিথি ছিলেন মইনিয়া যুব ফোরাম চট্রগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ মাহবুবুর রহমান আপন সাহেব,বিশেষ অতিথি ছিলেন মোহন্তরখীল প্রবাসী একতা সংঘের সভাপতি জনাব মুহাম্মদ শহিদুল আলম শহিদ ও ভুজপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলর মুহাম্মদ আবুল বশর।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,চট্রগ্রাম পাসপোর্ট অফিসের সাবেক পি পি মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দ সাহেব,নাতে মোস্তফা পেশ করেন, ইদিলপুর ইসলামিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষার্থী মুহাম্মদ ইয়াকুব, সাকিব ও আনিস। মাহফিল পরিচালনা ও সমাপনী বক্তব্য পেশ করেন ফটিকছড়িতে প্রথম বারের মতো ৫ দিন ব্যাপী মহান শাহাদাতে কারবালা মাহফিলের পৃষ্টপোষক জনাব আহসান হাবিব, তিনি তার বক্তব্যে সবাইকে সহজোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মাহফিলে বক্তারা বলেন,এই সময়ে সংঘাত ও হানাহানি বন্ধ করার জন্য ইমাম হোসাইনের কাছ থেকে শিক্ষা নেওয়া জরুরি, হকের ও সত্যের জন্য জীবন দিয়ে হলেও সত্যকে উজ্জীবিত রাখাই হলো ইমাম হোসাইন এর শিক্ষা। সর্বোপরি দেশ, জাতি, সকলের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
৯ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
২৩ দিন ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৭ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৬২ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে