মানবতার আহ্বান ফাউন্ডেশন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে, ইবাদত খানা প্রতিষ্ঠার উদ্যোক্তা মোঃ আহসান হাবীবের সঞ্চালনায় ১৮/৩/২৩ ইং ফটিকছড়ি উপজেলার কাজিরহাট সংলগ্ন মহন্তরখিল,পাগলিছড়ি এলাকায় বেলায়তের সম্রাট শেরে খোদা মওলা আলী (রহ) এর নামে পবিত্র ইবাদত খানা মাগরিবের নামাজের মাধ্যমে শুভ উদ্বোধন হয়।
মোনাজাত করেন, মেহমানে আলা, মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া বাবে সোবাহান মঞ্জিলের সাজ্জাদানশীন,হজরত মাওলানা শাহ সুফী সৈয়দ গোলাম মোরশেদ (মাঃজিঃআ),মাগরিবের নামাজের উদ্বোধনী ঈমাম ও মিলাদ কেয়াম করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি, ফরহাদাবাদ দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী,বিশেষ অতিথি:ফরহাদাবাদ দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ফয়জুল হক শাহ,মানবতার আহবান ফাউন্ডেশন কেন্দ্রীয় সদস্য,মোঃ ইমতিয়াজ,উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরুব্বি,মোঃআমিনুল হক,মোঃজসিম,মোঃনয়ন,মোঃরিজু,মোঃজলিল,মাওলানা মোঃ আজিজুল হক,মোঃ দিদারুল আলম মেম্বার সহ এলাকার কিশোর,যুবক ও মুরব্বিবৃন্দ উপস্থিত ছিলেন।
৭ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২১ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
৫৫ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬০ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে