গলাচিপা উপজেলা পরিষদের সামনে সিপিপি’র মেঘা সাইরেনটি অকেজো হয়ে পড়ে আছে। কাজে আসছে না দীর্ঘ বছর ধরে। এছাড়াও উপজেলার সিপিপি অফিসে ভিএইচএফ ( ভেরি হাই ফিকোয়েন্সি) ওয়ারলেস সেটও বিকল থাকায় আবহাওয়ার খবরাখরের জন্য ভরসা করতে হচ্ছে মোবাইল ফোনের উপর। দুর্যোগকালীন সময় মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ থাকলে চরম বিপাকে রয়েছে ১৩৫টি ইউনিটের ২৭০০ স্বেচ্ছাসেবক।
এ বিষয়ে গলাচিপা উপজেলা টিম লিডার আবু হেনা মুহাম্মাদ শোয়েব বলেন, মেঘা সাইরেনটির মাইক ভালো আছে তবে এটি চালাতে হলে যে যে সকল যন্ত্রপাতি প্রয়োজন তা নষ্ট আছে। তাই এটি বাজানো সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, মহাবিপদ সংকেত প্রচারের জন্য উচ্চক্ষমতার এই সাইরেনটি বসানো হয়েছিল। এটির ক্ষমতা ৩ বর্গকিলোমিটার। বর্তমানে সাইরেনটি অকেজো। এছাড়াও অফিসে বসানো ভিএইএফ সেটও নষ্ট আছে। তাই আমরা আপাতত মোবাইল ফোনে তথ্য সংগ্রহ করে থাকি। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হলে তখন বিকল্প চিন্তা করা হবে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আজই শুনলাম এ সাইরেনটি বিকল হয়ে আছে। বিষয়টি সম্পর্কে জেনে কর্তপক্ষকে জানানোর ব্যবস্থা করছি।
২৬ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫০ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৫৯ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে
৬১ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৬ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৬৬ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে
৬৮ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে